Pradip Mukherjee Passes Away : সত্যজিতের 'সোমনাথ'-এর বিদায়, প্রয়াত প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

Updated : Aug 31, 2022 11:14
|
Editorji News Desk

প্রয়াত প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) । গত কয়েকদিন ধরেই দমদমের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । সেখানেই সোমবার সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ জীবনাবসান হয় সত্যজিতের সোমনাথের (Pradip Mukherjee Passes Away)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড ।


জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যা রয়েছে প্রবীণ অভিনেতার । সেই সমস্যা নিয়েই কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রথমে নাগের বাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । ক্রমে অবস্থার অবনতি হলে দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে ভর্তি করানো হয় তাঁকে ।  হাসপাতাল সূত্রে খবর,সত্যজিতের 'সোমনাথ'-এর ফুসফুসে সংক্রমণ রয়েছে । রক্তে বিষক্রিয়ার পরিমাণও বেড়ে গিয়েছিল । সেইসঙ্গে নিউমোনিয়াও ধরা পড়ে তাঁর । রবিবারই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । তবে শেষ রক্ষা আর হল না । এদিন, সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । অভিনেতার মেয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দমদমের কাছাকাছি কোনও শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ।

আরও পড়ুন, Pradip Mukherjee Filmography : সত্যজিতের হাত ধরেই সিনেমায় অভিনয় শুরু প্রদীপের, শেষ কাজ অসমাপ্তই থেকে গেল
 

কলেজে পড়ার সময় থেকেই নাট্যচর্চা করতেন প্রদীপ মুখোপাধ্যায়। নাটকের মঞ্চ থেকেই সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নজরে পড়েন প্রদীপ । ফল, ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘জনঅরণ্য’ ছবিতে সোমনাথের চরিত্র। ছবিতে সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি। এই ছবির জন্যই ফিল্ম ফেয়ার (পূর্ব) সম্মান পান প্রদীপ মুখোপাধ্যায়।  এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’ এবং পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন থেকে শুরু করে টলিউডের একদম হালফিলের পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি । তাঁর ঝুলিতে রয়েছে ‘দূরত্ব’, ‘হীরের আংটি’, ‘শাখা প্রশাখা’, ‘বাক্স-রহস্য’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মতো একাধিক সিনেমা ।

Pradip MukherjeeTollywood

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন