পাঁচ বছর পর ফের একসঙ্গে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Solanki Roy) । তবে এবার ছোটপর্দা নয়, বড়পর্দায় জুটি বাঁধছেন তাঁরা । অরিত্র সেন পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ (Shohorer Ushnotomo Dine) সিনেমা দিয়ে কামব্যাক করছেন ছোটপর্দার এই জনপ্রিয় জুটি । রবিবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে ।
রবিবার বিক্রম চট্টোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন । এই ভিডিয়োতেই তাঁদের নতুন সিনেমার কথা ঘোষণা করেন বিক্রম-শোলাঙ্কি । এই ভিডিয়োতে দেখা যায়, একে অন্যের সঙ্গে খুনসুটি মেতেছেন দুজনেই । পুরো ভিডিও জুড়েই দুজনের ঝগড়া করে গেলেন । এমনকি, রাগের বশে আবার বিক্রমের গলাও টিপে ধরেন শোলাঙ্কি । তবে পুরোটাই মজার ছলে ।
ছোটপর্দার দর্শকদের কাছে অনুরাগ ও মেখলা হিসাবে বেশ জনপ্রিয় বিক্রম-শোলাঙ্কি জুটি । পাঁচ বছর আগে স্টার জলসার ‘ইচ্ছে নদী’ (Ichche Nodee) ধারাবাহিকে দেখা গিয়েছিল দু’জনকে । ধারাবাহিকটি শেষ হয় ২০১৭ সালে । এরপর তাঁদের একসঙ্গে আর কোথাও দেখা যায়নি । অরিত্র সেন দর্শকদের প্রিয় অনুরাগ ও মেখলাকে ফিরিয়ে আনছেন, তবে একেবারে নতুন পরিচয়ে ।
পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) রোড শো ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে 'শহরের উষ্ণতম দিনে'। মনে করা হচ্ছে, রোম্যান্টিক গল্পই দর্শকদের উপহার দিতে চলেছে এই সিনেমা ।