কুলের আচার-এর পর ফের জুটি বাঁধছেন বিক্রম-মধুমিতা । দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে সূর্য ছবির মোশন পোস্টার । এবার সামনে এল সিনেমার টিজার । কখনও অ্যাকশন, কখনও রোম্যান্সে নজর কাড়লেন ছবির নায়ক । ১৯ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমা ।
টিজার শুরু হচ্ছে একটি সংলাপ দিয়ে । মধুমিতার কণ্ঠে শোনা গেল, 'তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে বহুদিন থেকে চিনি' । এছাড়া গোটা টিজারে কোনও সংলাপ নেই । মধুমিতা ও বিক্রমের প্রেমের গল্পে যে যথেষ্ঠ অ্যাকশন থাকবে, তা টিজারেই স্পষ্ট । বিক্রম ও মধুমিতার পাশাপাশি দেখা যাবে দর্শনাকেও । তবে,ধূসর দিক রয়েছে চরিত্রগুলির । টিজারে গল্প স্পষ্ট না হলেও, বিক্রম ক্যাপশনে জানিয়েছেন, তাঁদের সূর্য-র রংধনুর সাত নয়, সতেরো রং । আগামী মাসেই মুক্তি পাচ্ছে সিনেমাটি । ছবির অধিকাংশ শুটিং হয়েছে উত্তরবঙ্গে ।
বিক্রমের একাধিক সিনেমা এখন মুক্তির অপেক্ষায় । সদ্য 'অমরসঙ্গী' ছবির জন্য শুটিং শেষ করেছেন । এদিকে, দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছে 'পারিয়া টু' । এবার নায়কের নতুন সিনেমা নিয়ে অধীর আগ্রহে অনুরাগীরা ।