গত ১৯ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল, তারপর ২০২০ সালে তাঁর কোলে আসে ফুটফুটে কবীর। বিতর্ক তাঁকে ছুঁতে পারেনি কোনওদিন। নিসপাল রানের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নাকি রাতারাতিই নিয়েছিলেন রঞ্জিত কন্যা। এক সাক্ষাৎকারে কোয়েল নিজের বিয়ের গল্প বলতে গিয়ে জানান, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সাড়ে আটটা, কোয়েল বাড়িতে জানান তিনি বিয়ে করবেন। সুযোগ হাতছাড়া করেননি কোয়েলের মা। এরপরই নিসপালকে ফোন করে জানানো হয় কোয়েল বিয়ে করবেন, ব্যস ওমনি বেজে যায় বিয়ের সানাই।
উল্লেখ্য, কেরিয়ারে অত্যন্ত সফল এই অভিনেত্রী বাবা রঞ্জিত মল্লিককে ছাড়াই নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করেছেন তিনি। আজও নিজের মর্জির মালিক কোয়েল নিজেই৷ বাড়ি থেকে বারে বারে তাঁকে চাপ দেওয়া হয়েছিল একটা সময়, কিন্তু কোয়েল যখন মনে করেছেন তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।