শুটিং ফ্লোরে যৌন হেনস্থার অভিযোগ। অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স গিল্ড। এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। গত ২২ অগাস্ট ওই অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে তলব করে রাজ্য মহিলা কমিশনও।তখন নিজের বক্তব্যও জানিয়ে আসেন অরিন্দম শীল। এবার তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত ডিরেক্টর্স গিল্ডের। জানা গিয়েছে, অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত নস্যাৎ করেছেন পরিচালক অরিন্দম শীল। এই বিষয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। তাঁর দাবি, "একটি খুনির সন্ধানে" সিনেমার সেটে ঘটনাটি হয়েছে। সাহেব ও মধুরিমা বসাককে তিনি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিচ্ছিলেন। অরিন্দমের দাবি, সেই সময় 'অনিচ্ছাকৃত' ভাবে অভিনেত্রীর গালে তাঁর মুখ লেগে যায়। তখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া হয়নি বলে দাবি অরিন্দম শীলের।
পরিচালকের অভিযোগ, শুটিং নির্বিঘ্নেই শেষ হয়েছিল। তার অনেক পরে তিনি জানতে পারে যে মধুরিমা তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। উল্লেখ্য, অরিন্দম শীল আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন।