এবছর টলিউডের আর্টিস্ট ফোরামের (Artist Forum) রজত জয়ন্তী বর্ষ (25th Year anniversary) । ১২ অগাস্ট ২৫ বছর পূর্ণ করতে চলেছে ফোরাম । সেই উপলক্ষেই বছরভর বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে । যার সূচনা হচ্ছে শুক্রবার, ১২ অগাস্ট । এদিন, 'সেতুবন্ধন উৎসব' (Setu Bandhan Utsav)-এর মধ্যে দিয়ে উদযাপন শুরু হয়ে যাবে । আর এই উৎসবেই বিশেষ সুযোগ পেতে চলেছেন উঠতি শিল্পীরা ।
'সেতুবন্ধন উৎসব'-এ কাদের সেতুবন্ধন হতে চলেছে ? ফোরামের তরফে জানানো হয়েছে, এই সেতুবন্ধন শুধুমাত্র বিভিন্ন প্রযোজনা সংস্থা ও চ্যানেলের সঙ্গে শিল্পীদের সেতুবন্ধন । এই উৎসবের মধ্যে দিয়ে বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন ফোরামের ইচ্ছুক সদস্যরা । এই উৎসব সম্পর্কে বিস্তারিত জেনে নিন...
স্থান ও সময়
টেকনিশিয়ান স্টুডিও (সেকেন্ড ফ্লোর) । সকাল ১১ টা থেকে বিকেল ৫টা ।
কারা কারা থাকছেন
বিভিন্ন প্রযোজনা সংস্থার অভিনেতা নির্বাচনকারীরা
কী কী করতে হবে, দেখে নিন-
ফোরামের তরফে বলা হয়েছে, এই ফর্ম, ছবি ও ভিডিও সব ফোরামের আর্কাইভে থাকবে । পরে যদি, কোনও প্রযোজনা সংস্থার শিল্পীর সেল্ফ ইন্ট্রোডাকশন চায়, তাহলে এগুলি পাঠিয়ে দেওয়া হবে । যদিও ফোরামের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে,এর মাধ্যমে তাঁরা কাউকে কাজের প্রতিশ্রুতি দিতে চাইছেন না । শুধুমাত্র প্রযোজক সংস্থা ও শিল্পীদের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করছেন ।
কেন এই উদ্যোগ ?
ফোরামের তরফে বলা হয়েছে, ফোরামের বেশিরভাগ সদস্যের অভিযোগ, কাজের জন্য কোথায়, কার সঙ্গে যোগাযোগ করবেন, তা তাঁরা বুঝতে পারছেন না । অনেক সময় আবার কোনও স্টুডিও কিংবা প্রযোজক সংস্থার অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের । এসব সমস্যা সমাধানের চেষ্টাতেই এই উদ্যোগ নিয়েছে আর্টিস্ট ফোরাম ।