সপ্তাহের প্রথমে শহরের তাপমাত্রা সামান্য বাড়ল । শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন (West Bengal Weather Update) । ১০ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা । তবে তারপর থেকেই একটু একটু করে পারদ বৃদ্ধি হচ্ছে । রবিবারের তুলনায় সোমবার প্রায় ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা । কিন্তু, কনকনে শীতের (Winter Update) থেকে এখনই অব্যাহতি মিলছে না । আগামী তিন-চারদিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । জেলাগুলিতে তাপমাত্রা আরও কম । দার্জিলিং, কালিম্পঙের সঙ্গে রীতিমতো টক্কর দিচ্ছে বর্ধমান, পুরুলিয়া । মালদা,দুই দিনাজপুর,পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে । সপ্তাহের শেষে ১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা । হাওয়া অফিস সূত্রে খবর, মকর সংক্রান্তি পর্যন্ত ঠান্ডার দাপট বজায় থাকবে ।