তাঁদের ভালোবাসা ‘কিশমিশ’’এর মতোই মিষ্টি। পর্দায় বা পর্দার পিছনে অভিনেতা দেব (Dev) এবং রুক্মিনীর (Rukmini Moitra) সম্পর্কের সমীকরণ সকলেরই বেজায় পছন্দের। একেবারে ‘খুল্লামখুল্লা’ প্রেম করেন টলিপাড়ার এই বহু চর্চিত জুটি। কিছুদিন আগেই ‘কিশমিশ’ ছবির প্রমোশনে ‘দিদি নং ওয়ান’ এর মঞ্চে হাজির হয়েছিলেন দেব রুক্মিনী। সেখানেই মজার এক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন দেবের প্রেয়সী।
Sudipta Chakraborty: টলিপাড়ায় বিয়ের সানাই, সাতপাকে বাঁধা পড়লেন 'ইষ্টিকুটুম' খ্যাত বাহা
দেবকে দেখে রুক্মনীর বাবার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। দেবকে নাকি চিনতেনই না রুক্মিনীর বাবা। দেব রুক্মিনীর বাড়ি গিয়ে বাবার সঙ্গে দেখা করলে, তিনি দেবকে জিজ্ঞেস করেন ‘কী করো?’ উত্তরে দেব খানিক হকচকিয়ে গিয়ে জানান, ‘আমার নাম দীপক অধিকারী, ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, রাজনীতির সঙ্গে যুক্ত’ । ‘হবু শ্বশুরমশাইকে দেওয়া দেবের এই উত্তর শুনে হেসে লুটোপুটি খেয়েছেন উপস্থিত সকলেই।