অভিনেতা অভিনেত্রী থেকে তারকাদের তো ব্যাগের মধ্যেই সংসার সাজিয়ে রাখতে হয়, এই এখানে তো পরক্ষণেই অন্য কোথাও। তাই খুঁটিনাটি নানা জিনিসই রাখতে হয় ব্যাগে। কিন্তু গায়িকা ইমন চক্রবর্তীর ব্যাগের একটি মাত্র পকেটেই থাকে নয় নয় করে প্রায় ২১ টা জিনিস?
একাধিক লিপস্টিক, VOLINI, মাস্কারা, নাকের ড্রপ, চোখের ড্রপ , হ্যান্ড ক্রিম , লিপ বাম, পারফিউম সহ প্রায় ২১টা জিনিস। এছাড়া গোটা ব্যাগ যদি ঘেঁটে দেখা যায় তাহলে ছোটখাটো একটা সংসারই মিলবে। ঠাকুর, মেডিসিন, খাবার কী নেই তাঁর ব্যাগে।