সদ্য চার হাত এক হল টলিউড অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা সৌম্য বক্সীর। এবার টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বছর ঘুরলেই নাকি শুভ কাজ সেরে ফেলবেন টেলিপাড়ার ‘রাঙা বৌ’ ওরফে শ্রুতি দাস। বেশ কয়েক বছর হল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রুতি। কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি?
Debchandrima-Rezwan: রিজওয়ানকে জড়িয়ে দেবচন্দ্রিমা, সম্পর্কে কি সিলমোহর দিলেন 'সাঁঝের বাতি' জুটি?
২০২৪ সালের শীতকেই নাকি বিয়ের জন্য বেছেছেন শ্রুতি। বেজায় সাজতে ভালবাসেন শ্রুতি, তাই গরমে বিয়ে একেবারেই নয়। তবে বিয়ে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি জুটি। শ্রুতির বয়স এখন মাত্র ২৭, বিয়ের জন্য কেরিয়ারের ক্ষতি হবে না তো? শ্রুতির উত্তর ভাবনা চিন্তা চলছে, আপাতত বিয়ে নিয়ে । সকলকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানালেন টেলিপাড়ার ‘রাঙা বৌ’