অবশেষে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্যায়ের আইবুড়ো নাম ঘুচল। ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে চার হাত এক হল পিয়া পরমের। পিয়া সংগীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে ৬ বছরের দাম্পত্যে ইতি টেনে , বেশ কিছুটা সময় নিয়েছিলেন পিয়া, ‘নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার’। এবার নতুন জীবন শুরুর পথে তিনি।
Parambrata-GF: ইকা থেকে স্বস্তিকা! পিয়ার সঙ্গে বিয়ের আগেও ছিল একাধিক সম্পর্ক, কারা সেই 'পরম সুন্দরী'?
এই পিয়া আসলে কে?
পিয়া চক্রবর্তী একজন গায়িকা। অনুপমের বেশ কিছু গান তাঁর কন্ঠে জনপ্রিয়। এমনকি গান থেকেই কাছাকছি এসেছিলেন পিয়া অনুপম। তবে পরমের সঙ্গে প্রেমটা অন্যভাবে। পিয়া-পরমের প্রেম হয় দেউচা-পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে। কোভিড-ইয়াস নিয়ে ত্রাণ বিলি করতে গিয়ে জমে উঠেছিল তাঁদের বন্ধুত্ব। পিয়া গ্রেটার নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞানে পিএইচডি করেছেন। পিয়া পেশায় এক সমাজকর্মী সঙ্গে একজন গায়িকাও। নিজের এক্স হ্যান্ডেলে পিয়ার পরিচয় , তিনি গভীরভাবে রাজনৈতিক। নারীবাদী। তিনি ভালবাসেন ফুল, রুপোর গয়না , গান কবিতা।