লভ-বিয়ে-আজকাল ছাড়লেন অভিনেত্রী মৌমিতা সরকার। ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কেন সরে দাঁড়ালেন? সূত্র মারফত খবর মিলেছে, ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েছিলেন মৌমিতা, বারংবার প্যানিক অ্যাটাক হচ্ছিল তাঁর। অতঃপর তাঁকে সরতেই হয়েছে। তাঁর জায়গায় এন্ট্রি নেবেন, টলিপাড়ার জনপ্রিয় নায়িকা তৃণা সাহা।
Rajdip Gupta: 'জীবন এটা ঠিক করেনি', মায়ের জন্মদিনে আবেগে চোখ ভিজল অভিনেতা রাজদীপের
এই প্রসঙ্গে মৌমিতা জানান,তিনি কাজের চাপ সহ্য করতে পারছিলেন না৷ মাঝে মাঝেই প্যানিক অ্যাটাক হত। নিয়মিত মানসিক চিকিৎসা করাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। ডাক্তারের পরামর্শ নিয়ে একটু সেরে উঠলেই ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর৷