গত দশ বছরেও কেন 'মহানায়ক' নন অভিনেতা জিৎ (Jeet)। গত ২৪ জুলাই ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক সম্মান প্রদানের পর থেকেই এই প্রশ্ন নেটিজেনদের। নিজের ফেসবুকে এই প্রশ্ন তুলেছেন প্রযোজক রানা সরকার। তাঁর প্রশ্ন, 'জিৎ কেন মহানায়ক নন?'
তাঁকেই কার্যত অনুসরণ করেছেন বাকিরা। নেটমাধ্যমে প্রশ্ন করা হয়েছে, 'কোনওরকম রাজনীতিতে নেই বলেই কি জিৎকে বাদ দেওয়া হল? কেউ আবার অভিযোগ করছেন, 'আসলে জিৎ তোষামদ করে চটি চাটতে পারেন না, তাই আজও মহানায়ক সম্মান পাননি।'
শুধু প্রশ্ন নয়, এই অনুষ্ঠানের পুরস্কার পাওয়া অনেক অভিনেতা-অভিনেত্রীকেও কটাক্ষ করেছেন জিতের ভক্তরা। তাঁদের অভিযোগ, ২০১৩ সালে প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সম্মান পাওয়ার পর জিতেরই এই সম্মান প্রাপ্য ছিল। কারণ বাংলা ছবির মোড় ঘোরাতে জিৎ-ই ছিলেন প্রসেনজিৎ পরবর্তী বাংলা ছবির আসল নায়ক।
আরও পড়ুন - এপার বাংলাতেও সমাদৃত ওপারের 'সুড়ঙ্গ'! এবার কলকাতার ছবিতে নিশো?
নয় নয় করে ২১ বছর বাংলা সিনেমা জগতে কাটিয়ে দিলেন জিৎ। ২০০২ সালের ১৪ জুন মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি 'সাথী'। হরনাথ চক্রবর্তীর এই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে।