নিজেদের প্রযোজনা সংস্থা ‘YD Films’ এর প্রথম ছবি ‘মেন্টাল’ মুক্তি পেতে চলেছে শীঘ্রই। জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন ‘যশরৎ’জুটি। প্রচার শেষে ফেরার সময় এক ফুলের দোকানে দাঁড়িয়ে পড়েন নুসরত, যশের কাছে মিষ্টি আবদার ‘একটা ফ্লাওয়ার কিনে দাও’। প্রেয়সী চেয়েছেন বলে কথা, না দিয়ে কী পারেন। এরপর একটি লাল গোলাপ বেছে নেন নুসরত , ওমনি টাকা বের করতে করতে যশ জিজ্ঞেস করেন ‘কত দাদা?’ , দোকানদার বললেন ‘লাগবে না’, কিন্তু যশ নারাজ টাকা নিতেই হবে। নুসরত মিষ্টি করে পাশ থেকে বললেন, ৩০ টাকা। যদিও কিছুতেই সেই টাকা নেননি বিক্রেতা।
উল্লেখ্য, যশ-নুসরত আগেই জানিয়েছিলেন, একটা সময় বাণিজ্যিক ছবিরই বাজার ছিল । রমরমিয়ে চলত । 'মেন্টাল'-এর মাধ্যমে পুরনো বাণিজ্যিই ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন তাঁরা। গানটি প্রকাশ্যে আসার পরে অনেকেই একমত হয়েছেন তাঁদের সঙ্গে। শ্রোতারা মনে করছেন, এই গান ফিরিয়ে দিয়েছে পুরনো বাংলা কমার্শিয়াল ছবির সেই ফিল।