নতুন প্রজেক্ট শেষের মুখে ধাক্কা। মতবিরোধের জেরে কাজ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করেন তিনি। এনা সাহার(Ena Saha) সঙ্গে জুটি বেঁধে ‘চিনে বাদাম’ ছবিতে কাজ করেছিলেন যশ। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। খুব মন দিয়ে তিনি ছবিটি করেছেন বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নির্মাতাদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন। পরিস্থিতি তেমন বুঝলে এভাবে সরে দাঁড়ানোর কারণও প্রকাশ্যে আনবেন, পোস্টে তাও জানিয়েছেন টলি অভিনেতা(Yash Dasgupta)।
‘চিনে বাদাম’ ছবিটি শুটিংয়ের সময় থেকেই বারবার শিরোনামে উঠে এসেছিল। এই শুটিংয়ের জন্য একসঙ্গে কাশ্মীরে উড়ে গিয়েছিলেন টলিউডের বহু বিতর্কিত জুটি যশ ও নুসরত। ‘চিনে বাদাম’-এ যশ অনস্ক্রিন জুটি বেঁধেছিলেন টলি অভিনেত্রী এনা সাহার (Ena Saha) সঙ্গে। এনা এই সিনেমার সহ-প্রযোজকও। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক(Shiladitya Maulik)।
মে মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ্যে এসেছে ‘চিনে বাদাম’(Chine Badam Movie) ছবির ট্রেলার। তাতে ইঙ্গিত ছিল, প্রেমের কাহিনী হলেও এই সিনেমা অন্যান্য প্রেমের ছবির থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। ২৭ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও কোনও কারণে তা পিছিয়ে যায়।
কেন যশের এমন সিদ্ধান্ত তা জানেন না পরিচালক শিলাদিত্য মৌলিক(Shiladitya Maulik)। ছবির প্রচারে কলকাতার বাইরে আছেন তিনি। শিলাদিত্যের কথায়, তিনি বরাবর অভিনেতাদের সঙ্গে কথা বলে, আলাপ-আলোচনা করেই কাজ করেন। তারপরও যশ(Yash Dasgupta) কেন এই একথা বলছেন, তা তিনি বুঝতে পারছেন না। যশের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক বলে জানান শিলাদিত্য। কলকাতায় ফিরে যশের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।