দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) । সঙ্গী নুসরত (Nusrat Jahan) । অফস্ক্রিন জুটিকেই ফের একবার রোম্যান্স করতে দেখা যাবে তাঁদের আগামী সিনেমা 'শিকার' (Shikar)। আর সিনেমায় সবথেকে বড় চমক হল ঋতুপর্ণা সেনগুপ্ত । এই প্রথম ঋতুপর্ণার (Rituparna Sengupta) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যশ ।
'শিকার' মূলত থ্রিলার ঘরানার ছবি । একজন সরকারি অফিসারের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে । একই সঙ্গে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করবেন । যশের মতো নতুন প্রজন্মের শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ঋতুপর্ণা । যশও নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন ।
জানা গিয়েছে, আগামী মাস থেকেই সিনেমার শুটিং শুরু হবে । দেবরাজ সিংহের পরিচালনায় 'শিকার'-গল্পে উঠে আসবে একটি গ্রাম । যেখানে ঘটে যাবে বড় ঘটনা । সেই নিয়েই সিনেমার গল্প আবর্তিত হবে । ফের বড় পর্দায় যশ-নুসরতকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকরা ।