বিতর্ক তাঁদের পিছু ছাড়ে না, কিন্তু একে অপরের পাশে থেকেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে বেশ কয়েকবছর একসঙ্গে থেকে দেখিয়ে দিলেন যশ-নুসরত। একমাত্র সন্তান ঈশান এবং পোষ্যদের নিয়ে তাঁদের সাজানো সংসার। আজ অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের জন্মদিন। প্রেয়সীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট যশের।
Debchandrima Singha Roy: দেবচন্দ্রিমার 'প্রেমে পড়া বারণ'...অথচ মন দিয়েছেন কোন নায়ককে?
রোমান্টিক একগুচ্ছ ছবি শেয়ার করে যশ লিখছেন, ‘তোমার জন্মদিন সুইটহার্ট, উঠে দাঁড়াও এবং ঝলমল করো, আমাকে উৎসাহিত করতে একমাত্র তুমিই জানো। সমস্ত খুশি সাফল্য তোমার হোক’, সবশেষে নিজেদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’ এর প্রমোশন করতেও ভুললেন না যশ।