টলিউডের স্টারকিড ছোট্ট ইউভান। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বাবা রাজ চক্রবর্তীর থেকে কোনও অংশেই কম নয় তার জনপ্রিয়তাও। সম্প্রতি মাসি এবং মায়ের সঙ্গে 'টম টম' গানে নেচে সকলের মন জিতেছিল খুদে। এ আর সে বেছে নিল 'পাঠান' এর টাইটেল ট্র্যাক। 'মামা বাড়ি' ভারী মজা সেকথা তো প্রচলিতই আছে। এবার মাসি দেবশ্রী এবং দাদুর সঙ্গে জমিয়ে পাঠানের গানে নাচল ছোট্ট ইউভান। চোখে আঁটা রোদচশমা।
কখনও মা শুভশ্রীর সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। এই মুহূর্তে ' ইন্দুবালা ভাতের হোটেল' এর প্রচারের কাজে ব্যস্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সংসারের পাশাপাশি কাজটাও শক্ত হাতে সামলাচ্ছেন তিনি। কাজ থেকে ফুরসত মিললেই সেই সময়টা ইউভানকেই দেওয়ার চেষ্টা করেন 'রাজশ্রী' জুটি৷