বৃষ্টি থেকে রেহাই মিলতেই আকাশে বাতাসে পুজোর গন্ধ। সত্যিই তো আর কদিনই বা বাকি পুজোর? বেশ কিছু পুজোর অ্যালবাম ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এবার পুজোর গান গাইলেন রাজপুত্তুর ইউভান। এখন আর ছোট্টটি নেই সে। দাদা হতে চলেছে। আদো আদো গলায় ইউভান এবার গাইল জনপ্রিয় পুজোর গান। ‘ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে’ মুখস্থ গাইছে ইউভান। ভুলে গেলে ধরিয়ে দিচ্ছেন শুভশ্রী। এরপর মায়ের আবদারে 'বুলবুল পাখি'ও গেয়ে শুনিয়েছে ইউভান।
Durgo Rawhasyo Trailer: গুপ্তধনের খোঁজে পর্দায় ব্যোমকেশ, প্রকাশ্যে সৃজিতের 'দুর্গ রহস্যের' ট্রেলার
এমনই ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন টলিউডের হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও ইউভানের গানের কিছু কথা স্পষ্ট আর কিছুর শুধু সুর আছে কথা সে নিজের মতোই গাইছে। এই মিষ্টি ভিডিও শেয়ার করে ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমাদের পুজোর অ্যালবাম, সিঙ্গার ইউভান’