পেট থেকে পড়া মাত্রই তারকা হয়ে উঠেছিলেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) একমাত্র পুত্র সন্তান ইউভান (Yuvaan)। খুদেকে একটিবার দেখতে চাতকের মতো থাকেন নেটিজেনরা। রবিবার শুভশ্রীর বাড়ির সকলেই খোশ মেজাজে। ট্রেন্ডিং 'টাম টাম' গানে দিদি দেবশ্রীর সঙ্গে জমিয়ে নাচলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে যোগ্য সংগত দিল খুদে ইউভানও। শুভশ্রী দেবশ্রীর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে বাড়ির আরও দুজন সদস্যকেও।
Arijit Singh Concert: 'অনেক জল্পনা-কল্পনা হল', কলকাতার কনসার্টে এসে গেরুয়া নিয়ে মুখ খুললেন অরিজিৎ
ইউভানের পরনে লাল টিশার্ট, কালো প্যান্ট আর সঙ্গে বাড়ির জুতো। শুভশ্রীর পরনে হটপ্যান্ট, টিশার্ট, পায়ে স্লিপার৷ এই ভিডিয়ো এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, শুভশ্রীর 'ইন্দুবালা ভাতের হোটেল' হইচইতে মুক্তি পাবে শীঘ্রই। সেখানে অভিনেত্রীর লুক তুমুল চর্চিত হয়েছে৷