ফের জুটি বাঁধছেন 'সাত্যকি' আর 'ঊর্মি'। 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় এবং অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যাবে নতুন ধারাবাহিক 'আনন্দী' তে। প্রকাশ্যে এল এই ধারাবাহিকের প্রথম ঝলক।
কী রয়েছে প্রমোতে?
এই মেগাতে একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক মুখোপাধ্যায়। যিনি পেশায় চিকিৎসক হয়েও নিজের ঠাম্মিকে একটা জরুরি ইঞ্জেকশন দিতে পারছেন না।
তাই এই কাজের জন্য বহাল করা হয়েছে একজন নার্সকে। যার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা।
প্রমোতেই দেখা গিয়েছে ঋত্বিকের না পারা কাজ নিমিষেই সেরে ফেলেছেন অন্বেষা। আর তাতেই মুগ্ধ হন ডাক্তারবাবু। প্রশংসা করেন অভিনেত্রীর।
কিন্তু 'আনন্দী' এই ক্রেডিট নিতে নারাজ। কারণ, তাঁর মনে হয়,ভালবেসে রোগ সারানো যায় এবং মন ভাল রাখা যায়। যা দেখে বোঝাই যাচ্ছে হাসি -খুশি পারিবারিক গল্প নিয়ে দর্শকদের ড্রয়িং রুমে ফিরছে 'সাত্যকি' আর 'ঊর্মি' জুটি।