জলে, স্থলে, আকাশে সিনেমার শুটিং (Shooting in Outer Space) তো হয় । কিন্তু, মহাকাশে সিনেমার শুটিং, শুনেছেন কখনও ? সিনেমার ইতিহাসে এমন ঘটনা কোনও দিন ঘটেইনি। তবে এবার ঘটবে। মহাকাশে শুটিং হবে হলিউড সিনেমার (Hollywood Cinema)। আর রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবেন অভিনেতা টম ক্রুজ (Tom Cruise) ।
জানা গিয়েছে, সমস্ত পরিকল্পনা হয়ে গিয়েছে । পরিচালক ডৌ লিমান জানিয়েছেন, এবার স্টুডিওতে নয়, মহাকাশেই ছবি তৈরি হবে । মূলত, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে সিনেমার শুটিং হবে । জানা গিয়েছে, ছবির অধিকাংশ পৃথিবীতে শুট করা হবে। সূত্রের খবর, ইউনিভার্সাল ফিল্ম়ড এন্টারটেনমেন্ট গ্রুপের কাছেও গিয়েছিলেন অভিনেতা ও পরিচালক দু'জনেই । জানা গিয়েছে, অতিমারীর আগের থেকেই সিনেমা নিয়ে এধরনের পরিকল্পনা চলছিল । তবে মাঝে দু'বছর সব স্তব্ধ হয়ে যায় । এবার সেই পরিস্থিতি আর নেই । তাই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে তৈরি নির্মাতারা । ছবি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক থেকে অভিনেতা সকলেই ।
বরাবরই স্টান্ট করতে পছন্দ করেন হলিউড অভিনেতা টম ক্রুজ । কিন্তু, টমকে দেখে কে বলবে যে, তাঁর বয়স ৬০ পেরিয়েছে । এই বয়সে আরও একটা বড়সড় চমক দিতে চলেছেন অভিনেতা । প্রথম মহাকাশচারী অভিনেতা হিসেবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবেন তিনি ।