ফের বড় পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'-এর (Mithai) 'তোর্সা। এর আগে রাজা চন্দের ‘আজব প্রেমের গল্প’-তে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chattopadhyay), বনি সেনগুপ্তর সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, অতিমারির (Covid pandemic) কারণে ছবিটি প্রেক্ষাগৃহের বদলে প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্মে (Web platform) দেখানো হয়েছিল। টলিপাড়া সূত্রে টাটকা খবর, এবার সৌমজিৎ আদকের নতুন ছবি ‘হৃদয়পুর’-এ (Tonni in the film 'Hridoypur') সৌরভ দাস, দর্শনা বণিকের সঙ্গে থাকছেন তিনিও।
‘তন্বী’র নতুন রূপ ‘মধুমিতা’, সংক্ষেপে ‘মধু’! ত্রিকোণ প্রেম থেকে ধূসর- চরিত্রে সব উপাদান রয়েছে। রয়েছেন বন্ধু, সহ-অভিনেতা সৌরভ, বন্ধু-পরিচালক সৌমজিৎ। এ সবের আকর্ষণেই অভিনেত্রী রাজি।
আরও পড়ুন: দাম বাড়লেও জ্বালানি তেলের চাহিদা দেশে ঊর্ধ্বমুখী
ফের বড় পর্দায় অভিনয়ের সুযোগের জন্য তন্বী ধন্যবাদ জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষকেও। তাঁর মতে, জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকের পরিচালক কৃশানু সহযোগিতা না করলে সত্যিই তিনি একসঙ্গে দুটো কাজ সামলাতে পারতেন না।