টলিউডের অভিনেতা টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল সর্বত্রই নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন অভিনেতা। শ্রীময়ী সিরিয়ালের জেরে নিজের নামের থেকেও আজকাল তিনি অধিক পরিচিত রোহিত সেন নামেই। 'ফেলুদা' চরিত্রেও তাঁর অভিনয় আলোচিত হয়েছিল। এবার কাঁচা পাকা দাড়ি, সঙ্গে স্যুটেড ব্যুটেড হয়ে নতুন চরিত্রে সেজে উঠেছেন অভিনেতা।
তবে এবার আর বাংলা নয় কোনও এক হিন্দি ছবির জন্যই নতুন মেকওভার হয়েছে অভিনেতার। তবে এর বেশি কিছু অভিনেতা এখনই বলতে চান না। উল্লেখ্য, ‘টিন’ (TEEN) হোক বা ‘কাহানি ২’ (Kahaani 2), সাম্প্রতিক ‘দ্য গার্ল অন দি ট্রেন’ (The Girl On The Train) থেকে তেলেগু ছবি ‘কাত্থি’ (Kaththi), চুটিয়ে কাজ করতে করতেই অভিনয় জীবনের ইনিংসের দিকে পা বাড়িয়েছেন বছর চল্লিশের টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। ২০০৩ সালে ‘চোখের বালি’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwariya Rai Bachchan) বিপরীতে সকলের নজর কাড়েন টোটা।