টলিউড তো সেই কবে থেকেই তাঁর গুণমুগ্ধ। এবার ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন টোটা রায়চৌধুরী। পরিচালক নীরজ পাণ্ডেকে কে না চেনেন! তাঁর 'আ ওয়েডনেসডে' মুগ্ধ করেছিল গোটা দেশকে। সেই নীরজ নিজে ডেকে নিয়েছেন টোটাকে। তাঁর পরবর্তী ওয়েব সিরিজের জন্য। এর আগে করণ জোহরের 'রকি আউর রানি কি কহানি'তে কাজ করেছেন টোটা। ধীরে ধীরে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন তিনি।
Clash Over Rasgulla: রসগোল্লা শেষ! বিয়েবাড়িতে হুলুস্থুল, বচসার জেড়ে আহত ৬
সোস্যাল মিডিয়ায় নিজেই নীরজের পরিচালনায় 'স্পেশাল ওপিএস২' সিরিজে কাজ করার খবর শেয়ার করেছেন অভিনেতা। টোটা লিখেছেন, 'আ ওয়েডনেসডে' ছবিটা দেখার পর থেকেই তিনি নীরজের ফ্যান। তাই নীরজ যখন নিজে ফোন করে একটি আন্তর্জাতিক মানের সিরিজে কাস্ট করলেন তখন আপ্লুত এবং অভিভূত হওয়াটাই স্বাভাবিক। নীরজকে 'স্যার' বলে সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন টোটা।
সত্যি কথা বলতে টোটার এখন তুঙ্গে বৃহস্পতি। বাংলা বাজারেও একের পর এক সাফল্য তাঁর। সম্প্রতি সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টোটাকে ফেলুদা হিসাবে দেখা গিয়েছে। বড় পর্দাতেও আসছেন তিনি। তার সঙ্গে বলিউডে বড় কাজ। টোটাকে আর পায় কে!