সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি । তাই 'টেক্কা' নিয়ে আলাদাই উন্মাদনা কাজ করছে দেব-এর মধ্যে । অন্যদিকে, বহুদিন পর সৃজিতের সঙ্গে সিনেমা করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । মুখ্য চরিত্রে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে । তবে, এই তিনজন ছাড়াও, সিনেমার কাস্টিংয়ে আরও দুই অভিনেতার নাম উঠে আসছে ।
জানা গিয়েছে, টোটা রায়চৌধুরীকে ফের সৃজিতের সিনেমায় দেখতে পারবেন দর্শকরা । ফেলুদা-র পর আবার একসঙ্গে কাজ করবেন টোটা ও সৃজিত । অন্যদিকে, দেবের সঙ্গেও কাজ করবেন দীর্ঘদিন পর । ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘পাগলু’র মতো ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন । টোটা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ।
দীর্ঘ ৮ বছর পর সৃজিতের ছবিতে কাজ করবেন দেব ৷ মাঝখানে দু'জনের সম্পর্কে শীতলতার জল্পনা তৈরি হয়েছে ৷ বিতর্ক তৈরি হয়েছিল ব্যোমকেশ নিয়ে৷ অবশ্য শেষ পর্যন্ত দেবের ব্যোমকেশের ট্রেলার লঞ্চ হয়েছিল সৃজিতের হাত দিয়েই। আপাতত এই সবই অতীত৷ কিছুদিন আগেই দেব-রুক্মিণীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন, 'খেলা হবে'। এরপর দেবের জন্মদিনের দিনই প্রকাশ্যে আনা হয় সিনেমার নাম ।