Tota Roychowdhury: টোটাকে নিয়ে হইচই! পরিচালক-প্রযোজকের অনুমতি ছাড়াই ছবির ক্লিপিং আপলোড 'ফেলুদা'র

Updated : May 11, 2024 07:01
|
Editorji News Desk

শুক্রবার সকাল থেকে বিনোদন পাড়ায় তুমুল শোরগোল! পরিচালক-প্রযোজকের অনুমতি ছাড়াই নিজের পরবর্তী ছবির অ্যাকশন দৃশ্য ফাঁস করা হয়েছে অভিনেতার ফেসবুক পেজ থেকে। সেই ক্লিপিংস-এ প্রযোজনা সংস্থার কোনও লোগো নেই, এমন কী এটি কোন ছবির দৃশ্য, তারও উল্লেখ নেই টোটার পোস্টে। 

সেই নিয়ে দুপুর গড়াতেই একটি ফেসবুক লাইভ করেন ছবির পরিচালক রাজা চন্দা। রাজার দাবি, এটি আসলে পাইরেসির শামিল। পরিচালকের দাবি বলিউডের প্রযোজক করণ জোহরকে দেখাবেন বলে এই দৃশ্য ভিডিয়ো রেকর্ড করার অনুরোধ করেছিলেন টোটা। করণকে ট্যাগ করেও রাজা জানতে চেয়েছেন, এই বিষয়ে তাঁর মত কী? 

ছবির শুটিং চলা কালীন একাধিকবার টোটার জন্য শিডিউল বদলাতে হয়েছে বলেও লাইভে উল্লেখ করেছেন রাজা। রাজা চন্দা পরিচালিত শপথ ২ ছবি নিয়ে গোটা বিতর্কটি হয়েছে। লাইভে পরিচালক দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, ছবির নামও বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির নতুন নাম অবশ্য জানানো হয়নি এখনও। 

পরিচালকের দাবি, বারবার অনুরোধ করা সত্তেও ভিডিয়োটি তুলে নেওয়া হয়নি টোটার তরফে। টোটা রায় চৌধুরীর ফেসবুক প্রোফাইল থেকে যে অ্যাকশন দৃশ্যটি সামনে আনা হয়েছে, পরিচালক রাজা চন্দার দাবি, সেটি তাঁর পরিচালিত ছবির। নির্মাতাদের দাবি, তাঁদেরকে না জানিয়ে কোনও লোগো ছাড়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। 

এতদূর পর্যন্ত বিতর্ক টালিগঞ্জের মধ্যেই ছিল। পরে রাজা চন্দা করণ জোহরকেও ট্যাগ করে ঘটনার নৈতিকতা নিয়ে বলিউড পরিচালকের মত জানতে চান। স্বাভাবিক ভাবেই, বিষয়টি আর টলিপাড়ায় সীমিত না থেকে সর্বভারতীয় স্তরে পৌঁছে গিয়েছে। অভিনেতার তরফ থেকে কোনও বিবৃতি এলে সেই খবরও দর্শক পাঠকের কাছে পৌঁছে দেবে এডিটরজি বাংলা। 

tota roychowdhury

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন