টলিউড তো সেই কবে থেকেই তাঁর গুণমুগ্ধ। এবার ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন টোটা রায়চৌধুরী। সম্প্রতি, বলিউডে একাধিক কাজ করেছেন, করছেনও, আবার তারই মধ্যে ভোলেননি বাংলাকেও। সম্প্রতি ক্লিকে 'পিকাসো'ইয় অভিনয় করেছেন টোটা। কিন্তু কীসের টানে বাংলায় ফিরে আসা?
টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, টালিগঞ্জের দর্শকের কথা ভেবে তিনি বাংলায় ফেরেন না, বরং ফেরেন গোটা বাংলার কথা ভেবে। জীবনের অন্ধকার তাঁর সময়ে পাশে ছিলেন বাংলার দর্শকই।
পরিচালক নীরজ পাণ্ডে সম্প্রতি নিজে ডেকে নিয়েছেন টোটাকে। তাঁর পরবর্তী ওয়েব সিরিজের জন্য। এর আগে করণ জোহরের 'রকি আউর রানি কি কহানি'তে কাজ করেছেন টোটা। ধীরে ধীরে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন তিনি। সত্যি কথা বলতে টোটার এখন তুঙ্গে বৃহস্পতি। বাংলা বাজারেও একের পর এক সাফল্য তাঁর। সম্প্রতি সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টোটাকে ফেলুদা হিসাবে দেখা গিয়েছে। বড় পর্দাতেও আসছেন তিনি।