বিখ্যাত চিত্রশিল্পী পিকাসো । কিন্তু, সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে চলেছে অদ্ভুত কিছু ঘটনা । ক্যানভাসে যাঁর ছবিই আঁকছেন, তাঁরই মৃত্যু হচ্ছে । কিন্তু কেন ? রহস্যে ভরপুর এমনই এক ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরিচালক রাজা চন্দ । আর ওই রহস্যময় চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী । মঙ্গলবার প্রকাশ্যে এল সিরিজের ফার্স্ট লুক ।
প্রথম রাজা চন্দের পরিচালনায় কাজ করছেন টোটা । তিনি জানান,একেবার অন্যরকম একটা চরিত্র । যেখানে অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে । গল্পটা দর্শকদের বেশ পছন্দ হবে বলে জানিয়েছেন পরিচালকও । টোটা ছাড়াও সিরিজে অভিনয় করছেন সৌরভ দাস, সৃজলা গুহরা । উল্লেখ্য, এর আগে নিখোঁজ ওয়েব সিরিজে দেখা গিয়েছে টোটাকে ।
সিরিজের গল্প
সিরিজের গল্প চিত্রশিল্পী পলাশ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে । পিকাসো নামেই তাঁর পরিচিতি । ভাল ছবি আঁকেন । কিন্তু,একদিন জানা যায়, পিকাসো দু’জন ব্যক্তির ছবি আঁকার পর তাঁরা মারা গিয়েছেন । রহস্য বাড়ে । আর সেই রহস্যে উদঘাটন করতে আসরে নামেন সাংবাদিক শ্রেয়া । পিকাসোই কি আসল দোষী নাকি একের পর এক মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য ? সেই গল্পই বলবে ওয়েব সিরিজটি