ফের বিয়ের সানাই টলিউডে । তবে, শুধু টলিউড বললে ভুল হবে! বি-টাউনের অভিনেত্রীর বিয়ে বলা যেতে পারে । অর্থাৎ অভিনেত্রী বাঙালি হলেও, তাঁর সঙ্গে রয়েছে মুম্বই যোগ । বাংলা ধারাবাহিক, সিনেমা, সিরিজে যেমন চুটিয়ে কাজ করেছেন, তেমনই মুম্বইতেও তাঁর পসার জমিয়েছেন । তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে 'আশ্রম' ওয়েব সিরিজ । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ত্রিধা চৌধুরীকে নিয়ে । জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ত্রিধা ।
বিয়ের খবর তো জানা হল, কিন্তু পাত্রটি কে ? জানা গিয়েছে, পাত্র নাকি ইন্ডাস্ট্রিরই কেউ । ত্রিধাই জানিয়েছেন সেকথা । এক সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্কে রয়েছেন অভিনেত্রী । আগামী বছরই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর । কিন্তু, শেষ পর্যন্ত হবু বরের নাম খোলসা করে বলেননি অভিনেত্রী । ত্রিধা এও জানিয়েছেন, তাঁরা বিয়ে করবেন গুরুদ্বারে । তাহলে, অভিনেত্রীর মনের মানুষটি আসলে শিখ ? এমন হাজারও প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে ।
উল্লেখ্য, ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ । এরপর ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘কাগজের নৌকো’-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন । হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে ত্রিধা-কে । তবে, 'আশ্রম' সিরিজই তাঁকে খ্যাতি এনে দেয় ।