সপ্তাহ দুয়েক আগে বাংলা বিনোদন জগত তোলপাড় হয়েছিল দুই অভিনেত্রীর মনোমালিন্য নিয়ে, তৃণা সাহা (Trina Saha), সোহিনী সরকার (Sohini Sarkar)। এখন তাঁদের মধ্যে সম্পর্ক কেমন? না, কিছুই মেটেনি, সম্প্রতি তৃণা আবারও জানালেন, তাঁর মতে তিনি কোনও ভুল করেননি, তাই দু'বার ভাবতেও রাজি নন।
দুই অভিনেত্রীর মনোমালিন্যের জেরে 'মাতঙ্গী' ওয়েব সিরিজের শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তৃণা, পরে তিনি ক্ষমা চাইলেও তাঁকে সেই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। তাতেও আক্ষেপ নেই তাঁর, একটা ভুলকে দুশো জনও ঠিক বলতে চাইলে সেটা তো ঠিক হয়ে যায় না, মত অভিনেত্রীর।
Tele Serial Jagadhatri : 'জগদ্ধাত্রী'-তে চরম শত্রু, কিন্তু বাস্তবে কেমন সম্পর্ক কৌশিকী-দিব্যার ?
নিজের ভাবমূর্তি খারাপ হবে, এমন ভয়ও পাচ্ছেন না। অভিনেত্রী মনে করেন, ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তিনি কেমন মানুষ, পরিচালক প্রযোজকরা জানেন।