প্রতারণার শিকার টেলি অভিনেত্রী তৃণা সাহা। বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর কাছে ফোন করে বলা হয়, কোনও ব্যক্তি তাঁর নামে লোন নিয়েছেন, ইমার্জেন্সি নম্বর হিসেবেও উল্লেখ করা হয়েছে অভিনেত্রীর নাম। টাকা শোধ না করলেন লোন নেওয়া মহিলার 'নগ্ন ছবি' ভাইরাল করার হুমকি দেওয়া হয় তৃণাকে।
১২,৩৬৩ টাকা- লোন নেওয়া হয়েছিল তৃণার নামে।
বেশ কয়েকদিন ধরে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে নীল-তৃণা একসঙ্গে কাটাননি, তাই দুজনের বিচ্ছেদের জল্পনা গাঢ় হয়েছে টেলিপাড়ায়। তবে অভিনেত্রী অবশ্য উড়িয়ে দিয়েছেন তেমন সম্ভাবনা।