অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছিল। তবে, সেই গুঞ্জন কিছুটা স্তিমিত হল বৃহস্পতিবার। ৮ জুন 'বাংলা মিডিয়াম' সিরিয়ালের নায়ক নীলের জন্মদিন। ঘুম থেকে উঠে নায়ক দেখলেন, তাঁর বাড়ির সামনের ব্যস্ততম রাস্তায় তাঁর ছবি দেওয়া বড় হোর্ডিং। যার মূল হোতা, নীলের স্ত্রী অভিনেত্রী তৃণা সাহা। এর আগে এমনটা করতে দেখা গিয়েছিল টলিউডের আরেক নায়ক-নায়িক জুটি দেব ও রুক্মিণী মৈত্রকে। দেবের জন্মদিনে ঠিক এভাবেই হোর্ডিং টাঙানোর ব্যবস্থা করেন রুক্মিণী।
উল্লেখ্য, তাঁর জন্মদিন নিয়ে খুবই উৎসাহী নীল ভট্টাচার্য। সম্প্রতি, নতুন একটি সিনেমাতে সই করেছেন তিনি। যার নাম- গুডবাই ভেনিস। ইতালির ভেনিসের শুটিং হওয়ার কথা এই ছবির। নায়কের কথায়, এই নতুন কাজ নিয়ে তিনি বেশ উত্তেজিত। যাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁরাও সবাই তাঁর বন্ধুর মতো।