খড়কুটোর সৌজন্য-গুনগুন জুটি আবার পর্দায়। তবে এবার ঝোরা আর মহার্ঘ্য হয়ে, সঙ্গে আরও এক নায়ক। স্টার জলসায় শুরু হল নতুন ধারাবাহিক বালিঝড়। তারই প্রথম এপিসোড, কলাকুশলীরা দেখলেন হইহই করে, জায়েন্ট স্ক্রিনে। সেই ভিডিওই তৃণা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজেদের নতুন ধারাবাহিক নিয়ে প্রত্যাশা রয়েছে তারকাদের। প্রথম এপিসোড কেমন লাগল, দর্শকদের কাছে জানতে চাইলেন তৃণা। একসঙ্গে সিরিয়াল দেখার ভিডিও পোস্ট করে ঝোরা লিখেছেন, "যারা একসঙ্গে ধারাবাহিকের প্রথম এপিসোড দেখে, শেষ পর্যন্ত একসাথে থাকেও তাঁরা'।
প্রেম, বন্ধুত্ব, রাজনীতি নিয়েই এগোবে 'বালিঝড়'এর গল্প। দর্শকদের মন কতোটা কাড়তে পারে, তা অবশ্য বলবে সময়।