রিয়েল লাইফে তাঁরা স্বামী-স্ত্রী। নীল-তৃণার তিন বছরের দাম্পত্য, সারাক্ষণই চর্চায়। মাঝেমধ্যেই রব ওঠে এই বুঝি ডিভোর্স হল নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার। এবার সামনে এল অভিনেত্রীর সিঙ্গল মাদার হওয়ার খবর। তাহলে কি দাম্পত্যের ভাঙনের জল্পনায় সিলমোহর! আজ্ঞে না! মিয়া বিবি ভালো আছেন একসঙ্গে, শুধু তাই নয়, এই প্রথম একই ছবিতে কাজও করছেন।
সৌম্যজিৎ আদকের নতুন ছবি 'তিলোত্তমা'য় কাজ করছেন নীল, তৃণার চরিত্র এক সিঙ্গল মাদারের। ছবিতে নীলের চরিত্র এক মিউজিশিয়ানের। ব্যবসায়ী পরিবারের ছেলে, কিন্তু মন পড়ে সঙ্গীতে। তবে একই ছবিতে অভিনয় করলেও এক সংগে- পর্দায় দেখা যাবে না নীল-তৃণাকে।
Kangana Ranaut: 'কারোর বিয়েতে কোনওদিন নাচিনি'! তিন খানেদের কটাক্ষ কঙ্গনার!