বাঙালির বিনোদনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে রকমারি সব ধারাবাহিক। সন্ধ্যে হলেই চা মুড়ির সঙ্গে পরিবারের সকলে মিলে বসে পড়া হয় টেলিভিশনের সামনে। চলতে থাকে একের পর এক ধারাবাহিক। এদিকে দর্শকদের মন জয় করতে বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ নিয়ে আসে নিত্য নতুন ধারাবাহিক। কিন্তু সমস্যা একটা, মাঝেমধ্যে ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে গল্পের গরু উঠে যায় গাছেও।
সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'৷ ধারাবাহিকের হাত ধরে বহু দিন পর পর্দায় ফিরেছেন 'কে আপন কে পর' খ্যাত জবা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা৷ ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন অভিনেতা রুবেল দাস৷
সম্প্রতি এই ধারাবাহিকের এক দৃশ্য দেখেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷ সেই দৃশ্যে দেখা যাচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় গল্পের নায়ক সৃজন ফ্রিজ খুলে জুতো বের করে পরছেন৷ এই কাণ্ড দেখে রকমারি মজার কমেন্টে, মিমে ভেসেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ বলছেন, ‘ওরা মনে হয় একটু বেশি বড়লোক তাই ফ্রিজে জুতো রাখে’।