সারা সপ্তাহ কোন ধারাবাহিক দর্শকদের কতটা মনোরঞ্জন করতে পারল TRP লিস্টে উঠে আসে তারই রিপোর্ট। এবার প্রকাশ্যে বছরের দ্বিতীয় TRP তালিকা। একটুর জন্য সিংহাসন হারাল ‘জগদ্বাত্রী’ (Jagadhatri), আগের বারের মতোই এবারেও টপার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Choyaa), এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.২। অন্যদিকে ৮.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’, তবে এক লাফে অনেকটা ভালো রেজাল্ট মিতুলের। ৮.১ নম্বর নিয়ে তৃতীয় স্থানে ‘খেলনাবাড়ি’
Surya Sen: এক ভারতীয়র বিশ্বাসঘাতকতায় ধরা পড়া, সূর্য সেনের ফাঁসির আগে চলেছিল নির্মম অত্যাচার
এছাড়া চতুর্থ স্থান ধরে রেখেছে জি বাংলার ‘গৌরী এল’ এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০ এবং গতবারের মতোই এবারেও পঞ্চম স্থানে বাংলা মিডিয়াম ও পঞ্চমী। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।