আবারও টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করতে পারল না টিম মিঠাই। আরও কমল তাঁদের টিআরপি। আপাতত ঋদ্ধি, খড়ির প্রেমই দর্শকদের মন কেড়েছে। আর তাই এই সপ্তাহে সর্বোচ্চ নম্বর পেয়ে টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে ‘গাঁটছড়া’। তাদের প্রাপ্ত নম্বর ৮.১।
একটুর জন্য সপ্তাহের সেরা শিরোপা হাতছাড়া হয়ে গিয়েছে ‘ধুলোকণা’র। তাদের প্রাপ্ত নম্বর ৮.০। টিআরপি তালিকা দেখে অনেকেই মনে করছেন লালন-ফুলঝুড়ির মধ্যে দূরত্বই ধুলোকণাকে এই সপ্তাহে দ্বিতীয় হওয়ার সুযোগ করে দিয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং।
অন্যদিকে এত চেষ্টা করেও কিছুতেই দর্শকের মন পাচ্ছে না ‘গৌরী এলো। এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৭। যা গত সপ্তাহে ৭.৯ ছিল।
গত সপ্তাহ থেকেই মিঠাই আর উচ্ছে বাবুর প্রেম যেন কিছুতেই দাগ কাটতে পারছে না দর্শকের মনে। আর সেই কারণেই বোধহয় এই সপ্তাহে আরও পিছিয়ে গেল মিঠাই। এক সময়ে টিআরপি তালিকার শীর্ষে থাকা মিঠাই গত সপ্তাহে ছিল ৫ নম্বরে। এখন ৬-এ। দিন কয়েক আগে শুরু হওয়া জগদ্ধাত্রীও মিঠাইকে পিছনে ফেলে দিয়েছে। ফলে, দর্শক মনে প্রশ্ন জাগছে এবার কি তবে বন্ধ হতে চলেছে মিঠাই।
অন্যদিকে টিআরপির তালিকা দেখলে বোঝা যাচ্ছে কিছুটা হলেও দর্শকদের মনে ধরেছে লক্ষ্মী কাকিমা আর বেড়েছে মাধবীলতা, সাহেবের চিঠির রেটিংও।
অন্যদিকে দর্শকদের মনে জায়গা করে নিতে না পারার জন্য খুব সম্ভবত পুজোর পরেই বন্ধ হতে চলেছে ধারাবাহিক পিলু। যার বর্তমান টিআরপি ৪.৬।