প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল রকি অউর রানি কি প্রেম কাহানির লাভ অ্যান্থেম 'তুম কেয়া মিলে'। অরিজিৎ সিং-এর গলায় এই গানটিরই প্রতীক্ষায় ছিল দর্শক শ্রোতা। বরফের দেশে আলিয়া-রনভিরের রোম্যান্স জমে ক্ষীর।
ধর্মা প্রোডাকশনের ট্র্যাডিশন মেনে দুধ বরফে ঢাকা পাহাড়ে শিফন শাড়ি পরে উষ্ণতা ছড়ালেন আলিয়া। তাঁর সঙ্গে রনভিরের রসায়নও দারুণ। মেয়েকে দেখে মুগ্ধতা না জানিয়ে পারলেন না সোনি রাজদান।
আগামী ২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'রকি অউর রানিকি প্রেম কাহানি'।