অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুতে নতুন মোড়! এতদিন ছিল আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, এবার বিতর্ক আরও বাড়িয়ে চলে এলো খুনের অভিযোগও। ওই অভিযোগ তুললেন তুনিশা শর্মার মামা। ইতিমধ্যেই প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তুনিশার সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক শিজান খানকে। খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযগ করেন তুনিশা শর্মার মামা। মৃত্যুর আগে অভিনেত্রীর করা শেষ পোস্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এমন মোটিভেশন ছিল যার একদিন আগেও, সে কখনও আত্মহত্যা করতে পারে না। এটা আত্মহত্যার ঘটনা নয়। ওকে খুনই করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গ্রেফতারের জেরার মুখে বারবার বয়ান বদল করেন প্রয়াত অভিনেত্রী তুনিশার প্রাক্তন প্রেমিক শিজান খান। বুধবার শেষ রাতে এক মহিলা পুলিশ অফিসারের জেরার মুখে একেবারে ভেঙে পড়েন অভিনেতা। কাঁদতে কাঁদতে জানান, দু’জনের বয়সের ফারাক বেশি হওয়ায় পরিবার মানবে না, এই ভাবনা থেকেই আলাদা হতে চেয়েছিলেন।
এর আগে জেরার মুখে শিজান জানিয়েছিলেন, শ্রদ্ধা ওয়ালকার হত্যার ঘটনা সামনে আসার পর থেকে বিচ্ছেদ চেয়েছিলেন তিনি, কারণ শ্রদ্ধা-আফতাবের মতো তাঁদেরও ধর্ম আলাদা ছিল।