ক্রিসমাস ইভে শোকের ছায়া বলিউডের। টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। মাত্র কুড়ি বছর বয়সি অভিনেত্রী তুনিশা শর্মা বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয় মুখ হলেও, এক সময় কাজ করেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সালমান খানদের (Salman Khan) সঙ্গেও। কেমন ছিল বি-টাউনের (B-Town) এই উঠতি তারকার ক্যারিয়ার গ্রাফ?
২০০২ সালের ৪ জানুয়ারি তুনিশার জন্ম হয়। ২০১৫ সালে সনি টিভিতে ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ ধারাবাহিকে চাঁদ কানওয়ার চরিত্র দিয়ে তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন। একই বছর কালারস টিভিতে চক্রবর্তী অশোক সম্রাট ধারাবাহিকে রাজকুমারী অহঙ্কারার চরিত্রে অভিনয় করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ধারাবাহিক এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিয়োতেও।
আরও পড়ুন- ধারাবাহিকের সেটে আত্মহত্যা অভিনেত্রী তুনিশা শর্মার, মেক-আপ রুমে উদ্ধার দেহ
হিন্দি সিনেমার মধ্যে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ফিতুর, বার বার দেখো, দাবাং থ্রি, কাহানী -২ এর মতো বিগ বাজেটের ছবি। ২০১৬ সালে বলিউডে কাজ শুরু করেন। তাঁর সঙ্গে বলি অভিনেত্রী ক্যাটরিনার মুখের মিল থাকায় 'ফিতুর' এবং 'বার বার দেখো' ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তুনিশা। এছাড়াও 'কাহানী -২' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল মিনির চরিত্রে অভিনয় করতে। সম্প্রতি ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। শনিবার এই ধারাবাহিকের সেটেই আত্মহত্যা করেন অভিনেত্রী।