হিন্দি টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death) আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি । ধারাবাহিকের সেটেই 'আত্মহত্যা' করেন তিনি । এই ঘটনায় এবার তুনিশার (Tunisha Sharma passes away) সহ-অভিনেতার দিকে আঙুল তুললেন অভিনেত্রীর মা । তাঁর অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে । মুম্বই পুলিশের কাছে এই মর্মেই সহ-অভিনেতা শেজান মহম্মদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা ।
ধারাবাহিকের সেটে মেক-আপ রুম থেকে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তাঁর মায়ের অভিযোগ,মেয়েকে এই পদক্ষেপ করতে উসকানি দিয়েছিলেন শেজান । অন্যদিকে, তুনিশার কাছের মানুষদের অভিযোগ,ওই সহ-অভিনেতা তুনিশাকে খুব বিরক্ত করতেন । তুনিশার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায় সম্প্রতি । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । তুনিশার মায়ের অভিযোগের পর শেজানকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে । ধারাবাহিকের কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে । সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ খুন এবং আত্মহত্যা দু’টি দিকই খতিয়ে দেখবে ।
সকলের চোখের মণি ছিলেন অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। শনিবার বিকেলে তাঁর মৃত্যুর খবরে স্তব্ধ টেলিভিশন দুনিয়া। কেন অকালে চলে গেলেন ২০ বছরের অভিনেত্রী! তা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। ২০১৫ সালে কেরিয়ার শুরু করে তিনি। সাত বছরে অনেকটাই জনপ্রিয়। সিরিয়ালের পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন তুনিশা। তাঁর কাজ টেলি দুনিয়ায় বেশ প্রশংসিত। সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয় তুনিশা। কেরিয়ার যখন মধ্যগগনে, তাঁর আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা।