জেরার মুখে বারবার বয়ান বদল প্রয়াত অভিনেত্রী তুনিশার প্রাক্তন প্রেমিক শীজান খানের। বুধবার শেষ রাতে এক মহিলা পুলিশ অফিসারের জেরার মুখে একেবারে ভেঙে পড়েন অভিনেতা শীজান। কাঁদতে কাঁদতে জানান, দু’জনের বয়সের ফারাক বেশি হওয়ায় পরিবার মানবে না, এই ভাবনা থেকেই আলাদা হতে চেয়েছিলেন।
এর আগে জেরার মুখে শীজান জানিয়েছিলেন, শ্রদ্ধা ওয়ালকার হত্যার ঘটনা সামনে আসার পর থেকে বিচ্ছেদ চেয়েছিলেন তিনি, কারণ শ্রদ্ধা-আফতাবের মতো তাঁদেরও ধর্ম আলাদা ছিল।
New Year Female Fashion Trend: বর্ষবরণের রাতে হয়ে উঠুন মোহময়ী, কোন রঙে সাজবেন?
তুনিশা শর্মার অকালমৃত্যুকে ঘিরে ক্রমশ গভীর হচ্ছে রহস্য। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তুনিশার প্রাক্তন প্রেমিক শীজানকে। বিচ্ছেদের দিন পনেরোর মধ্যেই ঘটে আত্মহত্যার ঘটনা।
২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী।