প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধের খবরে কাঁপছে গোটা দুনিয়া৷ ইতিমধ্যেই প্রিয়জনকে হারিয়েছেন অসংখ্য মানুষ৷ ইজরায়েলের হামলা চালিয়েছে হামাস। তাতে আরও অনেকের সঙ্গে নিজের বোন আর ভগ্নিপতিকে হারালেন হিন্দি ধারাবাহিক নাগিন-এর অভিনেত্রী মধুরা নায়েক।
মধুরা ভিডিও বার্তায় জানিয়েছেন, সন্তানের সামনই মা-বাবাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। প্রিয়জনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মধুরা।
মধুরা নিজেও একজন ভারতে বসবাসকারী ইহুদি। তাঁর মতে, হামাসের নৃশংস বর্বরতার বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি৷ কিন্তু ভারতে অনেক প্যালেস্টাইনের সমর্থক আছেন৷ তাঁর এই ইস্যুতে তাঁকে আক্রমণ করছেন।
মধুরা বলেছেন, "ইহুদি হওয়ার জন্য আমাকে এভাবে টার্গেট করা হল। এই ঘটনায় আমি সত্যিই লজ্জিত। ভারতে অনেকেই প্যালেস্তাইনের সমর্থক রয়েছেন। তাঁরা ভাবছেন ইজরালেয়িরা ঠান্ডা মাথায় খুন করছে। বিষয়টা একদমই তা নয়।'