খুঁটিয়ে দেখছেন সকলে। কেউ আবার জুম করেও দেখছেন। কিন্তু এক ঝলকে কেউই বুঝতে পারছেন না। মা ভবতারিণী ভেবে যাঁকে প্রণাম ঠুকলেন তা আদতে কোনও দেবী মূর্তি নয়। আসলে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসের ছবি। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রুতি। যে ছবিতে দেখা যাচ্ছে একটি ভবতারিণীর মূর্তি। কালীপুজো উপলক্ষে করা শ্রুতির এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'এটি কোনও মূর্তি নয়, মনুষ্য শরীরে মায়ের রূপদান। ভবতারিণী মায়ের রূপসজ্জা করেছেন মুক্তি রায়। বন্ধ নেত্রের ওপর চক্ষুদান করা হয়েছে। ভুল-ত্রুটি মার্জনা করবেন। আপনাদের ভালবাসা একান্ত কাম্য। জয় মা ভবতারিণী।'
যা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। অবাক সকল দর্শক একটু খুঁটিয়ে দেখে বুঝতে পারেন, ওটি আসল ভবতারিণীর মূর্তি মনে হলেও আদতে রূপটান শিল্পীর হাতের জাদুতে সাক্ষাৎ 'মা ভবতারিণী' হয়ে উঠেছেন শ্রুতি। আর তা বুঝতেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজনরা।
এছাড়াও শ্রুতি জানিয়েছেন, প্রায় ১১ ঘন্টা সময় লেগেছে তাঁর মেকআপ করতে। শ্যুট করতে লেগেছে ২ ঘন্টা। তাঁকে এত ধৈর্য নিয়ে মা ভবতারিণী রূপে সাজিয়েছেন মুক্তি রায়। রূপটান শিল্পীর কাজেরও ঢালাও প্রশংসা করেছেন নেটিজনেরা।