চার মাসের প্রেম, তারপরই ঠিক করলেন বিয়ে করবেন। অমনি ছুটির দিন দেখে বিয়ে সারলেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Roychowdhury) এবং অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar)। কলকাতার একটি হোটেলে ২৬ জানুয়ারি বসল বিয়ের আসর। অতিথি বলতে টলি পারার একেবারে কাছের বন্ধুরা, আর আত্মীয়-পরিজন। পরদিন থেকেই শুটিং এ ব্যস্ত নতুন বর বউ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁ বিবি জানিয়েছেন, প্ল্যান করেই ছুটির দিনে বিয়ে করেছেন দু'জন, যাতে সারাজীবন বিবাহবার্ষিকীতে কোনও কাজ না থাকে। বিশেষ দিনটায় নিভৃতে কাটানো যায় একে অপরের সঙ্গে।
অনিন্দিতা সুদীপের বিয়ের মজার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কনের কপালে সিঁদুর পরালেন বর, কিন্তু সিঁদুর নাকে পড়ল না বলে অনিন্দিতার মাথা ধরে ঝাঁকিয়ে দিলেন! তাতেই যেই কে সেই!