জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ প্রথম ধারাবাহিক অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Wrttwik Mukherjee)। লাইট, ক্যামেরা, অ্যাকশন শোনার পর অভিনেতা অভিনেত্রীদের জীবনটা খানিক বদলে যায় একথা সত্যি, কিন্তু তার আগের লড়াইটা কিন্তু অতটা সহজ নয়। নিজের সেই জার্নির কথাই ‘দাদাগিরি’ মঞ্চে খুলে বললেন ‘মন নিয়ে কাছাকাছি’র সোমরাজ।
Amitabh Bachchan : বউরাণীকে মেয়ের জায়গা দিয়েছিলেন অমিতাভ! আরও জোরাল হচ্ছে ভাঙনের গুঞ্জন
জানালেন, যখন ক্লাস ফোরে পড়েন ঋত্বিক, তখনই বাবা মা আলাদা হয়ে যান। তারপর থেকে মায়ের লড়াইটা বড্ড কাছ থেকে দেখেছেন অভিনেতা। থিয়েটার করতেন, কিন্তু তাতে পেটের ভাত জুটত না। তাই কিছুদিন চাকরি করে পয়সা জমিয়ে থিয়েটার করতেন , টাকা শেষ হয়ে গেলে আবার চাকরি। এই ছিল রুটিন। লকডাউনে পারে সবজিও বেচতে হয়েছে তাঁকে। তারপর জিবাংলার নজরে পড়ে ‘টুকাই’, বদলাতে শুরু করে জীবন। এখন অভিনেতার চাওয়া একটাই, মায়ের শখ পূরণ।