এবার টলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন ‘মিঠাই’ খ্যাত রাতুল ওরফে উদয় প্রতাপ সিং এবং ‘হোলি ফাক’ খ্যাত নায়িকা অনামিকা চক্রবর্তী। এবার প্রেমের সম্পর্কেই সিলমোহর দিতে চলেছেন এই তারকা জুটি। খুব শিগগিরই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা।
আর রাখঢাক নয়। এবার ‘এই সময় ডিজিটাল’কে দেওয়া সাক্ষাৎকারে অনামিকা স্বীকার করে নিলেন তিনি আর উদয় বিয়ে করতে চলেছেন। তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। কথাবার্তা এবং প্ল্যানিং চলছে বলেই জানান তিনি। বিয়ের সম্পর্কে আভাস ও দিয়েছেন অনামিকা। তিনি জানিয়েছেন কোনও ডেস্টিনেশন ওয়েডিং বা 'ফেয়ারিটেল ম্যারেজ' নয় তারা বিয়ে করবেন ছিমছাম ভাবেই। আত্মীয় স্বজন, পরিবারের লোকেদের নিয়ে ইন্টিমেট বিয়েই সারতে চান অনামিকা-উদয়। এই বছরই বিয়ে সারতে পারেন উদয় অনামিকা। বিয়েতে বড় ভূমিকা থাকবে মিঠাই-এর উচ্ছেবাবু আদৃত রায়েরও।