গত কয়েকদিন ধরেই শিরোনামে স্টার জলসার একটি ধারাবাহিক ‘মেয়েবেলা’, গল্প ‘রিগ্রেসিভ’ এই অভিযোগে ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বীথিকা মিত্র চরিত্রটি থেকে রূপা সরে দাঁড়ানোয় স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছিল। সেই রেশ এখনও অব্যাহত। ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে বীথিকার চরিত্রের মুখ হন অনুশ্রী দাস। তবে চরিত্রে রাজি হওয়ার আগে সিনিয়র সহকর্মী রূপাকে ফোন করেছিলেন অনুশ্রী। কী বলেছিলেন রূপা ?
রূপা গঙ্গোপাধ্যায়কে রিপ্লেস করা দ্বিগুণ চ্যালেঞ্জিং ছিল অনুশ্রীর কাছে। তাঁর জুতোয় পা গলানোর আগে ‘রূপা দি’কে ফোন করেছিলেন অনুশ্রী। তিনি জানতে চান রূপা আরেকবার ভেবে দেখবেন কী না। রূপা না বলবার পরেই রাজি হন অভিনেত্রী। কঠিন চ্যালেঞ্জ সামনে জেনেই এই পথে পা বাড়িয়েছেন অনুশ্রী সেকথাও জানান তিনি। অনুশ্রী অপর এক সাক্ষাৎকারে জানান, ‘রূপাদি আমাকে মেসেজ করেন, লাভ ইউ বাবু, আমিও পালটা লিখি লাভ