স্টার জলসার ধারাবাহিক 'মেয়েবেলা' থেকে সরে দাঁড়িয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই জায়গায় অভিনয় করছেন অনুশ্রী দাস। কিন্তু কিছুতেই থামছে না বিতর্কের ঝড়। বীথিকার চরিত্রের মুখ হওয়া নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী। এমনকি কিছু ক্ষেত্রে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর তুলনাও করা হচ্ছে। এবার তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।
অনুশ্রীর কথায়, রূপা গঙ্গপাধ্যায়কে নিয়ে কিছু বলা তাঁর ধৃষ্টতা। কারণ তিনি যখন ছোট ছিলেন তখনই রূপা গঙ্গোপাধ্যায় স্টার। হিন্দিতে কাজও করছেন চুটিয়ে। পরে দু'বোনের চরিত্রে একসঙ্গে অভিনয়ও করেছেন। তিনি এও জানান, চরিত্রে রাজি হওয়ার আগে সিনিয়র সহকর্মী রূপাকে ফোন করেছিলেন অনুশ্রী। রূপা না বলবার পরেই রাজি হন তিনি। কঠিন চ্যালেঞ্জ সামনে জেনেই এই পথে পা বাড়িয়েছেন অনুশ্রী।